কবে খুলবে স্কুল? নিজেই জানেন না শিক্ষামন্ত্রী! ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

কবে খুলবে স্কুল? নিজেই জানেন না শিক্ষামন্ত্রী! ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা:  করোনা আবহেই একাধিক রাজ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে৷ অথচ মাঝে কিছুদিন বাদ দিলে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান৷ ফলে নতুন করে কবে স্কুল খুলবে তা নিয়ে উদ্বেগে অভিভাবকরা৷ স্কুল খোলার দাবিতে সোচ্চার হয়েছে শিক্ষক মহল৷ পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনেরাও৷ এখন সবচেয়ে পড় প্রশ্ন হল কবে থেকে খুলবে স্কুল? পাড়ায় শিক্ষালয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ 

আরও পড়ুন- আগামী মাসেই চালু ‘পাড়ায় শিক্ষালয়’, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

এদিন শিক্ষামন্ত্রী বলেন, স্কুল খোলার বিষয়টি সম্পূর্ণভাবে স্কুল শিক্ষা দফতরের উপর নির্ভর করে না৷ মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন৷ স্বাস্থ্য দফতর নিয়মিত কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও নিয়মিত কথা হচ্ছে৷ স্কুল খোলা নিয়ে উদ্বেগ বা চিন্তার কোনও কারণ নেই৷ আমরাও স্কুল খোলারই পক্ষ৷ বাচ্চাদের ক্ষতি না করে কোভিড সংক্রমণ না বাড়িয়ে কী ভাবে স্কুল খোলা যায়, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে৷ যাতে আবার স্কুল খোলার পর তা বন্ধ করতে না হয়৷ তাঁর কথায়, প্রতিষেধক ও প্রতিবিধান করে মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন, কবে থেকে স্কুল খুলতে পারে৷ ধাপে ধাপে পুরো স্কুলই খুলে দেওয়া হবে৷ 

প্রসঙ্গত, শিক্ষক মহল থেকে পড়ুয়া, অভিভাবক সকলেই একযোগে স্কুল খোলার দাবিতে সোচ্চার হয়েছে৷ বিভিন্ন মহল থেকে যখন স্কুল খোলার দাবি উঠেছে তখন স্কুলশিক্ষা দফতর কার্যত স্বীকার করে নিল, ক্লাসরুমের পরিবেশ থেকে দূরে থাকতে থাকতে ও সমবয়সিদের সঙ্গে মিশতে না পারায় ছাত্র-ছাত্রীদের মনে প্রভাব পড়ছে। অনলাইন ক্লাসের সঙ্গে সকলে মানিয়ে নিতে পারছে না৷ যার ফলে মনস্তাত্ত্বিক আচরণ প্রভাবিত হচ্ছে। এখন থেকে এই বিষয়ের প্রতি যত্নশীল না হলে এর  দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =