শিক্ষক-শিক্ষিকাদের ‘বিভাজন’ বন্ধ রাখার দাবি, সরব ঐক্য মঞ্চ

শিক্ষক-শিক্ষিকাদের ‘বিভাজন’ বন্ধ রাখার দাবি, সরব ঐক্য মঞ্চ

কলকাতা: যতক্ষণ না স্পষ্ট নির্দেশিকা জারি হচ্ছে ততক্ষণ নরমাল সেকশনের শিক্ষক-শিক্ষিকাদের ২:১ ভিত্তিতে আপার প্রাইমারি ও সেকেন্ডারিতে বিভাজন বন্ধ রাখার দাবি তুলল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এ ব্যাপারে গত ২৫ জানুয়ারি কমিশনার অফ স্কুল এডুকেশন অনিন্দ্য নারায়ন বিশ্বাসের কাছে বিষয়টি তুলে ধরা হয় তাদের তরফে। এই ইস্যুতে আবার বিবৃতি প্রকাশ করে হয়েছে সংগঠনের পক্ষ থেকে।  

আরও পড়ুন- জয়প্রকাশকে ‘সাময়িক’ বরখাস্ত বিজেপির, কোপে রীতেশও, গেরুয়া বাঁধন আরও ঢিলে

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানান, কমিশনার অফ স্কুল এডুকেশন নর্মাল সেকশনে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের ২:১ অনুপাতে আপার প্রাইমারি এবং সেকেন্ডারিতে বিভাজনের প্রসঙ্গে আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে কোনো আশঙ্কার কারণ নেই। শুধুমাত্র অভ্যন্তরীণ কারণে এই কাজটি করা হচ্ছে। সেই উত্তর শুনে তাঁকে অনুরোধ করা হয়, এ ব্যাপারে মৌখিক নির্দেশিকার পরিবর্তে লিখিতভাবে নির্দেশিকা দেওয়া হোক এবং এ বিষয়ে ভবিষ্যতে কোনো আশঙ্কা অথবা ভাবনার কিছু নেই, বেতন কাঠামো পরিবর্তনের কোন সম্ভাবনা নেই, বদলির ক্ষেত্রে কোন সমস্যা হবে না, এই বিষয়গুলো উল্লেখ করে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করা হোক। না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

এর পাশাপাশি, এ ব্যাপারে বিদ্যালয় প্রধানের সঙ্গে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের এবং সমস্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের মধ্যে তিক্ত পরিবেশ তৈরি হবে। এ ব্যাপারে স্পষ্ট ভাবে একটি নির্দেশিকা জারি করা হোক। তার আগে কোনো ভাবেই এই ‘বিভাজন’ মেনে নেওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়। একই সঙ্গে তিনি এও জানান, বিদ্যালয়ে প্রধানরা যেন তাড়াহুড়ো না করেন। বরং তারাও যেন যথাযথ নির্দেশিকার দাবি তুলে ধরেন শিক্ষা দফতরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =