শান্তি উধাও দেশে! ৫ ধাপ নেমে তলানিতে শান্ত-ভারত

নয়াদিল্লি: শান্তির নিরিখে পাঁচ ধাপ নামল ভারত৷ গোটা বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ভারতের স্থান এখন ১৪১ নম্বরে৷ পয়লা নম্বরে রয়েছে আইসল্যান্ড৷ সবশেষে রয়েছে আফগানিস্তান ও সিরিয়া৷ আন্তর্জাতিক গবেষণা সংস্থার রিপোর্ট বলছে, গোটা বিশ্বে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের নিরিখে সামাজিক সুরক্ষা থেকে সামরিক খাতে খরচের মতো ২৩টি বিষয় মাথায় রেখে বিশ্বজুড়ে এই শান্তি তালিকা তৈরি করা

শান্তি উধাও দেশে! ৫ ধাপ নেমে তলানিতে শান্ত-ভারত

নয়াদিল্লি: শান্তির নিরিখে পাঁচ ধাপ নামল ভারত৷ গোটা বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ভারতের স্থান এখন ১৪১ নম্বরে৷ পয়লা নম্বরে রয়েছে আইসল্যান্ড৷ সবশেষে রয়েছে আফগানিস্তান ও সিরিয়া৷

আন্তর্জাতিক গবেষণা সংস্থার রিপোর্ট বলছে, গোটা বিশ্বে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের নিরিখে সামাজিক সুরক্ষা থেকে সামরিক খাতে খরচের মতো ২৩টি বিষয় মাথায় রেখে বিশ্বজুড়ে এই শান্তি তালিকা তৈরি করা হয়েছে৷  আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানিয়েছে, এবার এই তালিকায় ৪৩ ধাপ উঠে ২০ নম্বরে উঠে এসেছে ভুটান৷  প্রথম শ্রেণির তালিকায় কয়েছে নিউজিল্যান্ড৷ অস্ট্রিয়া৷ পর্তুগাল৷ ডেনমার্ক৷ ওই রিপোর্টে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষায় ভারতের অবস্থান দিনে দিনে খারাপ হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =