গত দুই বছরে কী শিখেছ? পাড়ায় শিক্ষালয়ে গলা ছেড়ে ছাত্র গাইল ‘কাঁচা বাদাম’!

গত দুই বছরে কী শিখেছ? পাড়ায় শিক্ষালয়ে গলা ছেড়ে ছাত্র গাইল ‘কাঁচা বাদাম’!

2005fd208c6dfe5413b5522f38481dc5

কলকাতা: টানা দু’বছর ধরে বন্ধ রয়েছে স্কুল৷ মাঝে কয়েক দিন নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হলেও স্কুলমুখো হওয়ার সুযোগ পায়নি খুদেরা৷ এই অবস্থায়  রাজ্যজুড়ে যখন ক্রমেই স্কুল খোলার দাবি জোরাল হচ্ছিল, তখন পাড়ায়া শিক্ষালয় প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার৷ যেখানে ক্লাস করার সুযোগ পাবে ছোটরা৷ আর অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যাচ্ছে স্কুলে৷ কিন্তু গত দুই বছর স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের অবস্থা অত্যন্ত সঙ্গীন৷ এই দুই বছরে প্রায় কিছুই শেখেনি তাঁরা৷ উপরন্তু ভুলতে বসেছে পুরনো পড়াও৷ পাড়ায় শিক্ষালয়ে ক্লাস করতে আসা এমনই এক পড়ুয়াকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই বছরে কী কী শিখেছে সে? তার জবাব শুনে রীতিমতো ভিরমি খেতে হয়৷ ওই খুদের কাণ্ড এখন ভাইরাল নেটপাড়ায়৷ 

আরও পড়ুন- চূড়ান্ত ক্ষতি হচ্ছে শিশুদের! রাজ্যকে দ্রুত স্কুল খুলতে বলছেন নোবেলজয়ী

ওই খুদে পড়ুয়ার নাম শেখ আক্রম৷ চতুর্থ শ্রেণির ছাত্র৷ তাকে শুধু বলা হয়েছিল, এই দুই বছরে যা শিখেছিস, তাই একটু শোনা৷ এর পরেই  গান জুড়ে দেয় সে৷ না কোনও দেশাত্মবোধক বা ছড়ার গান নয়৷    জলের মতো মুখস্থ গেয়ে যায় ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া গান ‘কাঁচা বাদাম’৷ গান শেষ হতে হাততালিতে ফেটে পড়ে পাড়ার ক্লাস ঘর৷ গত দুই বছরে অনলাইন ক্লাস থেকে পড়ুয়ারা আদৌ কতটা শিখেছে, তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল এই খুদে পড়ুয়ার গান৷ ভাইরাল হওয়া এই ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি৷

শুধু কচিকাঁচারাই নয়৷ পড়া ভুলেছে অষ্টমের ছাত্ররাও৷ পশ্চিমবঙ্গের শিক্ষার মান সংক্রান্ত একটি বেসরকারি সংস্থার বার্ষিক রিপোর্টের দাবি,  রাজ্যের সরকারি এবং বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণির পড়ুয়াদের কেউ কেউ ভুগোল-বিজ্ঞান-অঙ্কের পাশাপাশি ভুলতে বসেছে অ-আ-ক-খ’ও।  তাই অনেকে বর্ণটুকুও চিনে উঠতে পারছে না! করোনার হাত থেকে জীবন বাঁচাতে বন্ধ হয়েছিল স্কুল৷ জীবন হয়তো বাঁচানো গিয়েছে, কিন্তু অন্ধকারে চলে গিয়েছে এক শ্রেণির পড়ুয়ার ভবিষ্যৎ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *