আজ থেকে খুলল ছোটদের স্কুল, ব্যাগ পিঠে স্কুলমুখো খুদেরা

আজ থেকে খুলল ছোটদের স্কুল, ব্যাগ পিঠে স্কুলমুখো খুদেরা

কলকাতা: করোনা কাঁটায় প্রায় দু’ বছর বন্ধ ছিল স্কুল৷ মাঝে কিছুদিন বড়রা স্কুলে যেতে পারলেও, ঘরেই বন্দি ছিল ছোটরা৷  বুধবার অবশেষে ব্যাগ পিঠে ফের স্কুলমুখী খুদেরা। দীর্ঘ দিন ঘরের চার দেওয়ালে বন্দি থাকার পর ফের স্কুল যেতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়ারাও। এতদিন পর যেন মিলল মুক্তি। ফের বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রাণখোলা হাসি আর খেলাধূলা৷ আজ থেকে ফের স্কুলে স্কুলে বাজবে ছুটির ঘণ্টা৷ লিটল এঞ্জেলদের স্বাগত জানাতে প্রস্তুত স্কুলগুলিও। 

আরও পড়ুন- স্কুল খুলেই অফলাইনে ফাইনাল পরীক্ষা! ‘হঠকারি’ সিদ্ধান্তের প্রতিবাদ অভিভাবকদের

আর পাড়ায় শিক্ষালয় নয়, এবার থেকে স্কুলে গিয়েই ক্লাল করবে পড়ুয়ারা৷  কোভিড বিধি মেনেই পড়ুয়ারা স্কুলে গিয়ে পঠনপাঠন করবে। তবে যে সকল স্কুলে পর্যাপ্ত জায়গা নেই, সেখানে প্রতিদিন ক্লাস করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা৷ স্কুল খোলার নির্দেশ আসতেই শুরু হয়েছিল প্রস্তুতি৷ গত দুদিন ধরে চলেছে প্রস্তুতি পর্ব। কী ভাবে করোনাবিধি মেনে পড়ুয়াদের ক্লাস করানো যায়, সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। স্কুল পরিষ্কার থেকে স্যানিটাইজেশন- সবটাই চলছে জোরকদমে। শিক্ষক শিক্ষিকারা ২ ফেব্রুয়ারি থেকেই স্কুলে যাচ্ছেন৷  আগে আলাদা করে ভাগ ভাগ করে  ক্লাস নেওয়া হচ্ছিল, এবার তা হবে না।

২০২০ সালের ১৬ মার্চ শেষ স্কুল হয়৷ এর পর করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লাগু হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় স্কুল। ২০২১-এর ১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করে রাজ্য সরকার৷ কিন্তু কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কা বন্ধ হয়ে যায়৷ সেই সময়ে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে রাজ্যে কোভিড সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই আর দেরী না করে খুলে দেওয়া হল স্কুল৷ কীভাবে কোভিড বিধি মেনে খুদেদের ক্লাস নেওয়া হবে, সেটাই দেখার। তবে এতদিন পর স্কুলে আসতে পেরে বেজায় খুশি খুদেরা। অনন্দে তাঁরা বলছে, “খুব মজা হচ্ছে। আবার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে৷ আনন্দ করলাম, পড়াশোনা করলাম, খেলাধুলো করলাম৷”