কলকাতা: শিলিগুড়ি কর্পোরেশনের প্রাপ্য সরকারি বরাদ্দ মিলছে না। রাজনৈতিক উদ্দেশ্যেই এই বৈষম্য করা হচ্ছে। রাজ্যের একমাত্র বিরোধী পরিচালিত কর্পোরেশনের মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য এই অভিযোগে ধর্মতলায় মেট্রো চ্যানেলে আজ, শুক্রবার ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। যদিও পুলিসের অনুমোদন মেলেনি। ধর্মতলায় ওই জায়গাটিতে সভা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের।
অন্যদিকে, এদিনই বিধানসভায় স্ট্যান্ডিং কমিটিগুলির চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখ। সেখানেও অশোকবাবু, কংগ্রেসের মাইনুল হক, সুখবিলাস বর্মা সহ বিরোধী সদস্যরা বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে প্রকল্প রূপায়ণে জেলা প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন। অধ্যক্ষ বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানান।
তবে, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকের রিপোর্ট অধিবেশনে পেশ হওয়ার আগেই তার অংশ কিছু মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি সংবাদপত্র তুলে শিলিগুড়ির মেয়র অশোকবাবুকেই নিশানা করা হয়। বিষয়টি নিয়ে অশোকবাবুর দৃষ্টি আকর্ষণ করে তাঁকে সংযত হওয়ার পরামর্শ দেন বিমানবাবু। দপ্তর ভিত্তিক বাজেটের স্ক্রুটিনি করে কোনও দপ্তরের স্ট্যান্ডিং কমিটি। এদিন সেই বিষয়ে দিনক্ষণ স্থির করতে আলোচনা হয়।