ভোট আসছে, বদল করা হল জয়েন্টের দিন

ভোট আসছে, বদল করা হল জয়েন্টের দিন

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার দিন বদল করা হয়েছে। আজ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১৬ এপ্রিলের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ৪ মে পর্যন্ত। এর ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে আবার পরিবর্তন করা হতে পারে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছিল। আবার সেটা পরিবর্তন হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।

আরও পড়ুন- ইতিহাসে বিভ্রাট! কঠিন প্রশ্নপত্রে নাজেহাল মাধ্যমিকের পরীক্ষার্থীরা

আসলে আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ তার আগে এবং পরে অর্থাৎ ১১ এবং ১২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ ফলে সংকটে পড়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে৷ এর আগে জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main 2022) পরীক্ষার সঙ্গে দিন মিলে যাওয়ায় উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল আনা হয়৷ কিন্তু এখন সেটাতেও বদল চলে এসেছে। তাই উচ্চ মাধ্যমিক নিয়েও যে আবার বদল আসবে তা কার্যত নিশ্চিত।

পরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্যে শিক্ষকের অভাব রয়েছে৷ তাই পরীক্ষার দিনগুলিতে শিক্ষকদের ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু শিক্ষকরা ভোটের ডিউটিতে গেলে সমস্যা আরও বাড়বে৷ কোন পথে সমাধান, তা খোঁজার চেষ্টা করছে সংসদ৷ পরিবর্তিত সূচি অনুযায়ী ৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে৷ এরই মাঝে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় নতুন করে সমস্যা তৈরি হয়েছে৷ এর জন্যে ফের সূচি বদল হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =