ব্রেকিং: ফি বাকি থাকলে স্কুলে প্রবেশ নিষেধ! বিজ্ঞপ্তি জিডি বিড়লার

ব্রেকিং: ফি বাকি থাকলে স্কুলে প্রবেশ নিষেধ! বিজ্ঞপ্তি জিডি বিড়লার

কলকাতা: ফের খুলছে  জিডি বিড়লা স্কুল। সোমবার থেকে স্কুল খোলা হবে বলে শনিবার নোটিস দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে৷ যাঁরা ফি দিয়েছেন তাঁদের জন্যই স্কুল খোলা হচ্ছে বলে ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- কেন্দ্রের ফতোয়া নয়, পৃথক শিক্ষানীতি আনছে রাজ্য, গঠিত কমিটি

আইনশৃঙ্খলার অবনতি ও পড়ুয়াদের নিরাপত্তার কারণ দর্শিয়ে  গত বৃহস্পতিবার আচমকা বন্ধ করে দেওয়া হয় জিডি বিড়লা স্কুলের গেট। নোটিস জারি করে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়। স্কুলের এই হটকারী সিদ্ধান্তে সঙ্কটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন  তাঁরা। একই সঙ্গে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন চিহ্ন ওঠে৷ 

 জিডি বিড়লা গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অভিভাবকদের একাংশ। স্কুল খোলার আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, বেসরকারি স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাসে ওঠা আটকানো যাবে না এবং ক্লাস করার ক্ষেত্রেও কোনও রকম বাধা দেওয়া যাবে না। কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি বলেই অভিযোগ। জানা গিয়েছে, এদিন বেশকিছু পড়ুয়ার ফি বকেয়া থাকার দরুন তাদের ক্লাসে ঢুকতে বাধা দেয় ওই স্কুল কর্তৃপক্ষঅইএও অভিযোগ উঠছে যে, তাদের ক্লাস করতেই দেওয়া হয়নি। এই ঘটনার প্রেক্ষিতেই স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। সেই প্রেক্ষিতেই স্কুলের গেটে স্কুল বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে জিডি বিড়লা কর্তৃপক্ষ।

স্কুল খোলার পর আরও একটি সমস্যায় পড়ে স্কুল কর্তৃপক্ষ৷ অভিভাবকদের একাংশ স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদ জানান। তাঁদের দাবি, ফি বাড়ানো যাবে না। যা নিয়ে গত কয়েক দিন ধরেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা৷ বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়েই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেন।