ক্রিয়েটিভ মানুষের মৃত্যু হয় না: লীনা গঙ্গোপাধ্যায়

লীনা গঙ্গোপাধ্যায়, লেখিকা: যেকোনো ক্রিয়েটিভ মানুষই যাদের আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের চলে যাওয়াটা আমাদের কাছে কখনও মনে হয়না যে মৃত্যুটা ঘটল। তারা তাদের লেখার মাধ্যমে আমাদের মনে থেকে যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ও তাদের মধ্যেই একজন। এমন নয় যে, ওনার সঙ্গে আমার খুবই সান্নিধ্যে কেটেছে। আলাপ ছিল, মাঝে মাঝে দেখাও হয়েছে। কিন্তু ওনাকে অনেক কাছের মনে

ক্রিয়েটিভ মানুষের মৃত্যু হয় না: লীনা গঙ্গোপাধ্যায়

লীনা গঙ্গোপাধ্যায়, লেখিকা

লীনা গঙ্গোপাধ্যায়, লেখিকা: যেকোনো ক্রিয়েটিভ মানুষই যাদের আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের চলে যাওয়াটা আমাদের কাছে কখনও মনে হয়না যে মৃত্যুটা ঘটল। তারা তাদের লেখার মাধ্যমে আমাদের মনে থেকে যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ও তাদের মধ্যেই একজন।

এমন নয় যে, ওনার সঙ্গে আমার খুবই সান্নিধ্যে কেটেছে। আলাপ ছিল, মাঝে মাঝে দেখাও হয়েছে। কিন্তু ওনাকে অনেক কাছের মনে হত পাঠক হিসেবে। সুনীল বাবুর কবিতা, উপন্যাস পড়তে ভালোবাসি। বিশেষ করে তার কয়েকটি উপন্যাস কখনই ভোলার নয়। সুনীল বাবুর প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’ মনে দাগ কেটে যায়। আর খুব অদ্ভুত ভাবেই বইটি আমাদের হাতে আসে যখন আমরা বড় হচ্ছি, যখন ক্লাস ইলেভেন এ পড়ি। এবং সেটা থেকেই পরবর্তী সময়ে তার লেখা পড়ার আগ্রহ তৈরি হয়।

এত স্বচ্ছন্দ এবং সফল ঔপন্যাসিক ও কবি কমই আছে। দুই জায়গাতেই সুনীল বাবুর চলাচল। কেউ হয়তো খুব ভালো গদ্যকার আবার কেউ হয়তো খুব ভালো কবি। কিন্তু একই সঙ্গে গদ্য, কবিতা, ভ্রমন কাহিনী এবং ছোটোদের লেখা সব গুলোতেই সফল তিনি।

পরবর্তীকালে আমরা যারা লিখতে এসেছি তাদের কাছে সুনীল বাবু অনুপ্রেরণা। কঠিন কথা গুলোও খুব সহজ ভাবে বলতে পারতেন তিনি। তাই সেগুলি পড়তেও ভালো লাগত। সেটাই তার লেখার মূল রসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =