কলকাতা: তফসিলি জাতীর শিক্ষার্থীদের আগামী দিনে উচ্চপদে নিযুক্তির উৎসাহ দিতে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিচালিত কোচিং সেন্টার। যেখানে আসন্ন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তফসিলি জাতির শিক্ষার্থীদের বিশেষ কোচিংয়ের সুবিধা দিতে চলেছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ব্যবস্থায় তাদের সফল করতে এমন প্রয়াস বলে জানা যায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষে ২২ এপ্রিল আম্বেদকর ‘সেন্টার অফ এক্সিলেন্স’ নাম দিয়ে এই প্রকল্পটি জাতীয় স্তরে চালু করছে। এই প্রকল্প ভারতের ৩১টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কার্যকরী থাকবে যার অন্যতম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
কোচিং নিতে প্রত্যেক তফসিলি জাতির শিক্ষার্থীদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। সেখান থেকে যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। প্রতিটি ক্লাসে কোচিংয়ের জন্য ১০০টি আসন বরাদ্দ থাকবে। এর মধ্যে ৩৩ শতাংশের বেশি তফসিলি জাতির অন্তর্গত মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত করা হবে। কোচিং সেন্টারগুলি সুষ্ঠু ভাবে পরিচালনা করবেন তিনজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক। সেন্টারগুলির জন্য থাকবে আলাদা শ্রেণিকক্ষ, পাঠাগার, উচ্চমানের ইন্টারনেট পরিষেবা সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী।
কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ এপ্রিল ‘কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটে’র ‘শতাব্দী কৃষি প্রেক্ষাগৃহে’ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র এবং ডক্টর আম্বেদকর ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্থাপন হবে৷ সূত্রের খবর অনুসারে সেন্টারগুলির উদ্বোধন করবেন ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও।