উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্যা সমাধানে পোর্টাল আনছে পর্ষদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্যা সমাধানে পোর্টাল আনছে পর্ষদ

কলকাতা:   পরীক্ষা সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন প্রশাসনিক কাজের সমস্যা মেটাতে নতুন একটি পোর্টাল চালু করতে চলেছে উচ্চ শিক্ষা সংসদ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে  এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করেছেন সেক্রেটারি-ইন-চার্জ তাপস মুখোপাধ্যায়৷  বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পোর্টালের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দিনে কোনও সরকারি স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমি স্তরে উন্নীত হতে চাইলে এই পোর্টাল মারফত আবেদন জানাতে হবে। এ ছাড়াও কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি নিতে চাইলেও এই পোর্টালেই আবেদন করতে হবে।

আরও পড়ুন – মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে? বেশি হয়তো দেরি নেই

নতুন কোনও বিষয়কে স্কুলে অর্ন্তভুক্তির জন্য ওই পোর্টালই এবার পথ। ফি বছর উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে পুর্ননবীকরণের জন্য আবেদন জানাতে হয়। এবার থেকে সেই আবেদনও করতে হবে এই পোর্টালের মাধ্যমে। এ ছাড়াও পরীক্ষার বিষয়গুলিও এ বার থেকে পোর্টাল নির্ভর করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভর্তি, পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ থেকে অন্য কোনও বোর্ডে পড়াশোনার জন্য বদলির ছাড়পত্র৷ সব কিছুই হবে এই পোর্টালের মাধ্যমে। সংসদের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে সব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে থেকে এই বিষয়ে আগামী ৬ জুনের মধ্যে অনলাইনে মতামত জানতে চাওয়া হয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে ফোন করলেই পোর্টাল সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ওই মোবাইল নম্বরটি হল ৯৬৭৪৩৪৪৪২২।