কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? জানিয়ে দিল পর্ষদ

কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? জানিয়ে দিল পর্ষদ

d6305abf023695c4cef6e3d22abe97b4

কলকাতা: শুরু কাউন্টডাউন৷ প্রকাশিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ। কবে ফল প্রকাশিত হবে তা নিয়ে উৎকণ্ঠায় ছিল পড়ুয়ারা৷ সেই উৎকণ্ঠা দূর করে এদিন মধ্যশিক্ষা পর্যদ জানিয়ে দিন, আগামী ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ ওই দিন সকাল ৯টায় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পর্ষদ সভাপতি মেধাতালিকার প্রথম ১০ জনের নাম ঘোষণার করবেন। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা৷ 

কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল (WB Class X Results 2022)জানা যাবে তাও জানানো হয়েছে৷ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে 

www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in- এই দুই ওয়াবসাইটে৷  

ফল দেখতে কী করতে হবে?

১) রেজাল্ট দেখার জন্য প্রথমেই পরীক্ষার্থীদের যেতে হবে মধ্যশিক্ষাপর্ষদের ওয়েসাইটে৷  যেতে হবে।

২) সাইটে উল্লিখিত ‘WBBSE Class 10th Results’ লিঙ্কিটিতে ক্লিক করতে হবে।

৩) লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে৷ সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) এরপর’সাবমিট’ বোতামে ক্লিক করতে হবে।

৫) এর পরেই স্ক্রিনে ফুটে উঠবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট৷ 

৬) পরবর্তীকালে ফলাফল দেখার  জন্য পেজটি ডাউনলোডও করে রাখা যাবে৷