দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির ভাইয়ের বিলাতি মদের দোকান খোলার ঘটনা নিয়ে শোরগোল পড়েছে। শুধু তাই নয়, এই দোকানের উভয়দিকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল। সরকারি নিয়মে কাছাকাছি স্কুল থাকলে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয় না।
স্বাভাবিকভাবে গোসাবার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ প্রশ্ন তুলেছে, সেই নিয়ম যাচাই না করে কীভাবে মদের দোকানের লাইসেন্স দেওয়া হল? এক্ষেত্রে গোসাবা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দলের প্রভাব খাটিয়ে সেই অনুমোদন পেয়েছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ। এ নিয়ে বৃহস্পতিবার গোসাবা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসইউসি। পরে বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন দেয়। মদের দোকান বন্ধ করে দিতে হবে বলেও বিক্ষোভকারীরা আবেদন জানান। জায়গাটি ওই অঞ্চলের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা। স্কুল, থানা, বাজার ছাড়াও মন্দির, সৎসঙ্গসহ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে।