কলকাতা: কওসরকে ছাড়ানোর জন্য অ্যাসিড বোমা তৈরির পর ভাগীরথীর চরে নিয়ে গিয়ে সেগুলি পরীক্ষা করেছিল দুই জেএমবি জঙ্গি। প্রথমবার তৈরি এই বোমার শক্তি নিয়ে সংশয় ছিল তাদের মধ্যে। সেই কারণেই তা ফাটিয়ে দেখেছিল তারা।
মুর্শিদাবাদ থেকে ধৃত এই দুই জঙ্গিকে জেরা করে এমনই তথ্য এসেছে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে। এই অ্যাসিড বোমা তারা সীমান্তের ওপারে পাঠিয়েছিল কি না, সেব্যাপারে খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। খাগড়াগড়-কাণ্ডে অভিযুক্ত কওসরকে জেএমবি জঙ্গিরা ছাড়ানোর চেষ্টা করছে জানার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেই জানা যায়, অ্যাসিড বোমা ছুঁড়ে কওসরকে ছিনিয়ে নেওয়া হবে। মুর্শিদাবাদের একটি জায়গায় এ জন্য প্রচুর পরিমাণে অ্যাসিড এবং অন্যান্য রাসায়নিক মজুত করে রাখা হয়েছে। সেখানে হানা দিয়ে মসিবুর রহমান ও সইফুল্লাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় অ্যাসিড বোমা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক।