কলকাতা: নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকায় কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। তাঁকে এডিজি সিআইডি করা হয়, সেই সঙ্গে দায়িত্ব দেওয়া হয় ডিরেক্টরেট অব ইকনোমিক অফেন্সেস এবং এসটিএফ’র।
এর পরে পুলিশ মহলে বিতর্ক ওঠে, রাজ্য পুলিশের সিআইডি’র এক কর্তা কী করে কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকতে পারেন। একইভাবে প্রশ্ন ওঠে, সিআইডি অধিকর্তাই আবার কী করে ডিরেক্টরেট অব ইকনোমিক অফেন্সেস-এর দায়িত্বে থাকেন। এই সব প্রশ্ন ওঠায় রাজীব কুমারের কাছ থেকে ওই দুটি দায়িত্ব নিয়ে নেওয়া হয়। তাঁকে শুধুমাত্র এডিজি সিআইডি পদেই রাখা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই নির্দেশিকা বের করেছে।