কলকাতা: কলকাতা থেকে এক গাড়িতেই এবার বকখালি যাওয়া যাবে। আর ‘ব্রেক জার্নি’ করার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস সে কথাই জানিয়ে দিলেন।
বললেন, এই সেতু খুলে দেওয়ার ফলে হাজার হাজার মানুষের যাতায়াতের যেমন সুবিধা হল, পাশাপাশি দেশ ও বিদেশের পর্যটকরাও অনেক কম সময়ে বকখালির সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন।পূর্তমন্ত্রী বলেন, এই সেতু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি এই এলাকার মানুষের যাতায়াতের সমস্যার কথা ভেবেই এই কাজের পরিকল্পনা করেছিলেন। এদিন এই সেতুর উদ্বোধন হল। তবে সেতুর মাঝের অংশে এখনও ভার বহনের পরীক্ষা সম্পূর্ণ হয়নি। সার্ভিস রোড ছাড়াও টোল আদায়ের ঘরের কাজ বাকি রয়েছে। স্বভাবতই এখন বেশ কিছুদিন ওই সেতু দিয়ে ভারী যান চলাচল করার অনুমতি দেবে না কর্তৃপক্ষ।