সরকারি স্কুলে ‘বাড়তি’ গরমের ছুটি, কী সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি স্কুলগুলি?

সরকারি স্কুলে ‘বাড়তি’ গরমের ছুটি, কী সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি স্কুলগুলি?

2caa15d4d7926acf023852076c6420b2

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে মেলেনি বর্ষার দাক্ষিণ্য৷ প্রবল গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি, আধা সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে আরও ১১ দিন গ্রীষ্মের ছুটি বাড়ানো কথা বলা হয়েছে। ফলত,  প্রায় গোটা জুন মাস বন্ধ থাকছে স্কুল। কিন্তু বেসরকারি স্কুলগুলি কোন পথে হাঁটবে? সরকারি বিজ্ঞপ্তি সামনে আসার পর  বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এই সময়ে স্কুল বন্ধ না করে পঠনপাঠন চালু রাখার ব্যাপারে তাঁরা সকলেই সহমত। অন্তত অনলাইনে ক্লাস করার ব্যাপারে তারা বিশেষভাবে উদ্যোগী। 

আরও পড়ুন- জল্পনা সত্যি করে বাড়ল গ্রীষ্মের ছুটি, কত দিন বন্ধ থাকবে স্কুল?

রুবি পার্ক পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুন থেকে অফলাইনে ক্লাস শুরু হওয়ার কথা ছিল৷ তবে সোমবার থেকেই তাঁদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে৷ সে ক্ষেত্রে পড়ুয়ারা বাড়িতে থেকেই অনলাইনে পড়াশোনা করতে পারবে। অন্যদিকে, সাউথ পয়েন্ট স্কুল জানিয়েছে, আগামী ২৭ জুন পর্যন্ত তাদের স্কুলে গরমের ছুটি রয়েছে। ফলে নতুন করে এই সরকারি নির্দেশে তাদের পঠনপাঠনে কোনও প্রভাব পড়বে না। আবার পরিবর্তিত পরিস্থিতিতে রামমোহন মিশন স্কুল ২৬ জুন পর্যন্ত অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বহু স্কুল এখনও অনলাইনের ক্লাস নেওয়ার কথা জানায়নি৷ সেক্ষেত্রে হয়তো অফলাইন ক্লাসই হবে৷