সব বিষয়েই রিভিউ চাওয়া যাবে! সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

সব বিষয়েই রিভিউ চাওয়া যাবে! সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পাওয়ার পর একাধিক জেলায় বিক্ষোভ দেখা দিয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে, অবস্থান করে অকৃতকার্যরা নিজেদের পাশ করানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য তারা পরীক্ষা ভালো দিয়েছিল কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু কিছু যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে বিক্ষোভরত পরীক্ষার্থীরা যে সব উত্তর দিয়েছে তা শুনে সকলেই তাজ্জব। তবে তাদের বিক্ষোভের চাপে পড়েই হয়তো বড় সিদ্ধান্ত নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর সব বিষয়ে রিভিউ করতে পারবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে অকৃতকার্যদের বিক্ষোভ, কিন্তু কেন এত বিদ্রোহ?

আগে মাত্র দুটি বিষয়ে রিভিউ করার জন্য আবেদন করা যেত। কিছু এ বছর সকল বিষয়ের জন্যই আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। আর এই এবার সব বিষয়ে রিভিউ চাওয়া যাবে। যদিও তারা এও জানিয়েছে যে, এই ব্যবস্থা কেবলমাত্র এই বছরের জন্যই প্রযোজ্য। অনুমান করা হচ্ছে, এই ঘোষণার পর হয়তো বিক্ষোভ উঠে যাবে। কিন্তু অনেকের আবার দাবি, তারা রিভিউ চান না, তাদের পাশ করিয়ে দিতে হবে সব বিষয়ে।

ইতিমধ্যেই ফেল করা ছাত্র-ছাত্রীদের ‘মেরিট’ নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছে। অনেক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তারা ইংরেজিতে আমব্রেলা বানানটি পর্যন্ত শুদ্ধ বলতে পারছেন না। উচ্চ মাধ্যমিককে ইংরাজিতে কী বলে সেটাও তারা জানে না। কিন্তু তাদের দাবি তাদের পাশ করিয়ে দিতে হবে। কেউ কেউ তো আবার আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। অনেক অভিভাবক আবার তাদের সমর্থনে কথা বলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 12 =