রায়গঞ্জ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাস্তায় নেমে পড়লেন সিপিএম প্রার্থী মহম্মদ সালিম। ববিবার রাতে রায়গঞ্জ শহরে নিজের ভোটের সমথর্নে মিছিল করেন সেলিম। সঙ্গে ছিলেন জেলা সিপিএম সম্পাদক অপূর্ব পাল সহ একঝাঁক বাম নেতা।
লোকসভা নির্বাচনে বামপ্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে মিছিল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় মিছিলটি। মহম্মদ সেলিম, জেলা সিপিআইএম সম্পাদক অপূর্ব পাল সহ প্রায় শতাধিক কর্মী সমর্থককে এদিনের মিছিলে পা মেলাতে দেখা যায়।
এদিন বিকেলেই মুখ্য নির্বাচন কমিশনার সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেন। রাজ্য ৪২টি আসনে ভোট হবে সাত দফায় বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে নির্বাচনের দিন ঘোষণা করা মাত্রই ভোট প্রচারে রাস্তায় নেমে পড়লেন রায়গঞ্জ লোকসভা আসনের বামপ্রার্থী মহম্মদ সেলিম। শহরের মোহনবাটি থেকে মিছিল বের হয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। কাল থেকেই পুরোদমে প্রচারে নেমে পড়বে বাম নেতৃত্ব।