কলকাতা: শিক্ষক-শিক্ষিকারা আর কি প্রাইভেট টিউশন করতে পারবেন না? এমন প্রশ্ন উঠে গিয়েছে এবং এর উত্তর যথেষ্ট চিন্তার কারণ তাঁদের জন্য। সম্প্রতি যে খবর সামনে আসছে তাতে জানা যাচ্ছে, রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আর হয়তো এই কাজ করতে পারবেন না। কিন্তু কী নিয়ম আসছে?
আরও পড়ুন: বিতর্কের মাঝেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি বায়ুসেনার
সূত্রের খবর, রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশন করতে না পারেন তার জন্য শিক্ষা দফতর কঠোর পদক্ষেপ নিতে চলেছে। শিক্ষা দফতর এক নির্দেশিকায় জানিয়েছে, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যদি প্রাইভেটে পড়ান তাহলে তা জানা গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁদের স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনও ভাবেই তারা প্রাইভেটে পড়াতে পারবেন না। তবে কতটা কড়া পদক্ষেপ নেওয়া হবে, তার আন্দাজ করা যেতে পারে। কারণ নিয়মের অন্যথা হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে কোনও শিক্ষককের চাকরিও চলে যেতে পারে, আটকে যেতে পারে পেনশনও। এমনটাই জানান হয়েছে।
সম্প্রতি, গৃহশিক্ষকদের একটি সংগঠন স্কুল শিক্ষা দফতরে প্রমাণ সহ ৬১ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানায় যে তাঁরা নিয়ম লঙ্ঘন করে প্রাইভেট টিউশনি করে চলেছেন। সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই এই পদক্ষেপ নিয়েছে শিক্ষা দফতর। এমনকি এই নির্দেশ যাতে সার্বিকভাবে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে সব স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে নোটিস পাঠানো হচ্ছে।