দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমায় একবছর আগে নির্মিত একটি কংক্রিটের সেতু ভেঙে গিয়েছে। তা নিয়ে শোরগোল পড়েছে। শনিবার রাতে পাথরপ্রতিমার রামগঙ্গার শুখার খালের উপর এই সেতুটি হুড়মুড় করে ভেঙে যায়।
প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের টাকায় সেতুটি তৈরি হয়েছিল। গিরির মোড় থেকে গদামথুরা শিবমন্দিরে যাওয়ার পাকা রাস্তার সঙ্গে প্রধান সংযোগকারী হল এই সেতু। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখন ওই এলাকায় শিবমন্দিরে মেলা শুরু হয়েছে। প্রতিদিন শ’য়ে শ’য়ে মানুষ সেই মেলায় যান। এছাড়াও নিত্যযাত্রীরাও পারপার করেন। সেতুটি ভেঙে যাওয়ায় উভয় দিকের মানুষ ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন।