দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, কলকাতা! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, কলকাতা! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

3b2f4f2af4e4755e1763ab555f626ac7

কলকাতা: দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এই খবরে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার মানুষ এবং পড়ুয়ারাও যে খুশি হয়েছে তা আলাদা করে বলতে হয় না। ইতিমধ্যেই টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বেসরকারি স্কুলে শিক্ষা কমিশন! আদৌ কড়া ব্যবস্থা নিতে পারবে এই কমিশন?

কেন্দ্রীয় সরকার যে সেরার তালিকা প্রকাশ করেছে তাতে সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শীর্ষ স্থান দখল করে নিয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। আবার এর পাশাপাশি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে যাতে শীর্ষে আছে আইআইটি মাদ্রাজ এবং প্রথম পাঁচে (পঞ্চম স্থানে) স্থান পেয়েছে বাংলার আইআইটি খড়্গপুর। এছাড়াও সেরা কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ।

শুক্রবার প্রকাশিত হয়েছে এই তালিকা। আর তা প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ”আমি গর্বিত যে এনআইআরএফ ২০২২ র‌্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *