উচ্চ মাধ্যমিকের রিভিউয়ের ফল প্রকাশ, একটি খাতায় নম্বর বাড়ল ৫৮!

উচ্চ মাধ্যমিকের রিভিউয়ের ফল প্রকাশ, একটি খাতায় নম্বর বাড়ল ৫৮!

কলকাতা:  মাধ্যমিকের পর প্রকাশিত উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল৷ ৮৫ হাজারের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রিভিউয়ের ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রিভিউয়ের ফলে মিলল চমক৷ একটি খাতায় বাড়ল ৫৮ নম্বর৷ এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- প্রকাশিত মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল, বেশ কিছু রদবদল মেধাতালিকায়

এ বছর স্ক্রুটিনির জন্য ৮,৩৬১টি আবেদন জমা পড়েছিল সংসদে৷ রিভিউয়ের জন্য জমা পড়েছিল ৮৫ হাজার ২২৭টি আবেদন৷ মঙ্গলবার ফল প্রকাশ করে সংসদের তরফে জানানো হয়, রিভিউতে ১৮,৫৭৬টি খাতার নম্বর বেড়েছে। যদিও এই নম্বর বৃদ্ধির ফলে ২৭২ জনের মেধাতালিকায় কোনও পরিবর্তন আসেনি। ৮০ শতাংশ খাতাতেই এক থেকে পাঁচ নম্বর হেরফের হয়েছে বলে সংসদের তরফে জানানো হয়েছে। তবে উল্লেৎযোগ্য ভাবে এক জন আবেদনকারীর সর্বোচ্চ বেড়েছে ৫৮ নম্বর। নম্বর বৃদ্ধি নিয়ে সংসদের যুক্তি, দুটো পার্টের নম্বর গুনতে অনেক শিক্ষকই ভুল করেছেন৷ যে কারণেই নম্বরের এই গলদ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। প্রয়োজনে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।  

যদিও সংসদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এ বছরে স্ক্রুটিনি বা রিভিউয়ের সংখ্যাটা অনেকটাই কম৷ অথচ এ বছর সব বিষয়ে রিভিউ করার সুযোগ পরীক্ষার্থীরা পেয়েছিল। অর্থাৎ, ওই দিক থেকে দেখলে মূল্যায়ণের প্রতি আস্থা বেড়েছে বলা যেতে পারে৷