ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া সম্ভব নয়, জানাল কেন্দ্র

ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া সম্ভব নয়, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপাতত নেই। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের পক্ষে করা সম্ভব নয়৷ 

আরও পড়ুন- গ্রেফতার করতেই পারে ইডি, অর্থ তছরূপ মামলা ইস্যুতে ‘সুপ্রিম’ রায়

 
গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ যুদ্ধ পরিস্থিতিতে  ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। মাঝপথে পড়া বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তাঁরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর জন্য প্রয়োজন কেন্দ্রের অনুমোদন৷ কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, তেমন কোনও সংস্থান কেন্দ্রের হাতে নেই৷