তৃণমূলের প্রার্থী তালিকায় ফের তারকাদের ভিড়, কারা পেলেন দিল্লির টিকিট?

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় মানেই একরাশ চমক, সাদা শাড়ি হাওয়াই চটি যেন চমক সঙ্গে নিয়েই গোরেন, রাগ ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি অপার কৌতূহল নিয়ে সাধারণ জনতা তাঁর বক্তব্য শোনেন। সেই ২১ জুলাই শহীদদিবসের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিয়াল্লিশে বিয়াল্লিশ তিনি করেই দেখাবেন। রবিবার লোকসভা নির্বাচনের নির্ধণ্ট প্রকাশ হতেই তড়িঘড়ি মনের মতো প্রার্থী তালিকাও করে

23e8204a38dc832a35b1056eff8d5f06

তৃণমূলের প্রার্থী তালিকায় ফের তারকাদের ভিড়, কারা পেলেন দিল্লির টিকিট?

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় মানেই একরাশ চমক, সাদা শাড়ি হাওয়াই চটি যেন চমক সঙ্গে নিয়েই গোরেন, রাগ ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি অপার কৌতূহল নিয়ে সাধারণ জনতা তাঁর বক্তব্য শোনেন। সেই ২১ জুলাই শহীদদিবসের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিয়াল্লিশে বিয়াল্লিশ তিনি করেই দেখাবেন। রবিবার লোকসভা নির্বাচনের নির্ধণ্ট প্রকাশ হতেই তড়িঘড়ি মনের মতো প্রার্থী তালিকাও করে ফেললেন, এবার শুধু প্রচার ও জনমত তৈরির অপেক্ষা।

সাংসদ নির্বাচন বলে কথা সেখানে চমক না থাকলে হয়। চমকেই দিয়েছেন বইকি, মাঝে মাঝে বিরূপ হলেও টলিপাড়ার প্রতি তাঁর আলগা ভাললাগাকে অতি বড় শ্ত্রুও অগ্রাহ্য করতে পারবে না। তাইতো লোকসভা ভোটের প্রার্থী তালিকায় এবারও টলি নায়িকাদের ভিড় থাকল। তবে এভারগ্রিনদের পাশাপাশি তন্বী নায়িকাও চলে এলেন তৃণমূল সুপ্রিমোর তালিকায়। যাদবপুরের মতো হাইপ্রোফাইল কেন্দ্রে রাখলেন নায়িকা মিমি চক্রবর্তীকে, আর সুন্দরী নুসরত জাহানকে বসিরহাটের প্রার্থী করলেন। গ্লামার কুইন মুনমুন সেনকে তাঁর নিজের কেন্দ্র বাঁকুড়া থেকে সরিয়ে আনলেন আসানসোলে। একেবারে বাবুল সুপ্রিয়র বিপরীতে। শেয়ানে শেয়ানে লড়াই জমাতে চান মমতা তা বোঝাই যাচ্ছে।

দলীয় সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পুরোনো সাংসদদের প্রতি তিনি একপ্রকার বিরূপই হয়েছেন, তাই ১৭টি আসনে তাঁদের বেশিরভাগই এবার আর দিল্লির টিকিট পাননি। বাকি ২৫টি আসনের জন্য কিন্তু ওল্ড ইজ গোল্ড প্রবাদ বজায় রইল। এক ঝলকে দেখে নেওয়া যাক তৃণমূলের বিয়াল্লিশের তুরুপের তাস কারা হচ্ছেন।
কোচবিহারে পরেশ চন্দ্র অধিকারী, আলিপুরদুয়ারে দশরথ তিরকে, জলপাইগুড়িতে বিজয়চন্দ্র বর্মন এঁরা আগের বারও জিতেছিলেন। দার্জিলিং থেকে অমর সিং রাই(নতুন), রায়গঞ্জ থেকে কানাহাইয়া লাল আগরওয়াল (নতুন), বালুরঘাটে অর্পিতা ঘোষ, মালদহ উত্তরে মৌসম বেনজির নুর (নতুন), মালদহ দক্ষিণে মোয়াজ্জেম হোসেন, জঙ্গিপুরে হামিদুল রহমান (নতুন), বহরমপুরে অপূর্ব সরকার (নতুন), মুর্শিদাবাদে আবু তাহের (নতুন), কৃষ্ণনগরে মহুয়া মৈত্র(নতুন), রানাঘাটে রূপালী বিশ্বাস(নতুন), বনগাঁয় মমতাবালা ঠাকুর, বারাকপুরে দীনেশ ত্রিবেদী,

দমদমে সৌগত রায়,বারাসত থেকে কাকলি ঘোষদস্তিদার, বসিরহাটে নুসরত জাহান(নতুন), জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে চৌধুরিমোহন জাটুয়া, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে মিমি চক্রবর্তী(নতুন), দক্ষিণ কলকাতায় মালা রায়, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলিতে রত্না দে নাগ, আরামবাগে অপরূপা পোদ্দার, তমলুকে দিব্যেন্দু অধিকারী, কাঁথিতে শিশির অধিকারী, ঘাটালে দেব(দীপক অধিকারী), ঝাড়গ্রামে বীরবাহা সরেন, মেদিনীপুরে মানস ভুইঞাঁ (নতুন), পুরুলিয়ায় মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়, বিষ্ণুপুরে শ্যামল সাঁতরা, পূর্ব বর্ধমানে সুনীল মণ্ডল, বর্ধমান-দুর্গাপুরে মমতাজ-সঙ্ঘমিত্রা, আসানসোলে মুনমুন সেন, বোলপুরে অসিত মাল, বীরভূমে শতাব্দী রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *