কলকাতা: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে আচরণবিধি লাগু হওয়ার পরও কাজ করছে না কমিশনের অ্যাপ C-vigil। বিষয়টি নিয়ে সোমবার রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠকে সরব হয় বিরোধীরা। এ বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু অবশ্য জানিয়েছেন, তাঁদের কাছে এই বিষয়ে স্পষ্ট করে কোনো খবর নেই। তবে কমিশনের সঙ্গে কথা বলে দ্রুত অ্যাপ চালুর ব্যবস্থা করবেন।
