বীরভূমে এবার কেউই ভোটে দাঁড়াবে না, জানিয়ে দিলেন অনুব্রত

কলকাতা: বীরভূমে তৃণমূলের প্রতিপক্ষ এবার কেউ নেই, তাই নকুল দানা খাওয়াবো। দলনেত্রীর প্রার্থী ঘোষণার পরে পরেই সাংবাদিকদের একথাই বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি এদিন বলেন, বীরভূমে একটা চারলাখ আর একটা তিন লাখ। যতই লোকে বলুক বীরভূমে তৃণূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি তা কিন্তু নয়। লকেট, জয় বন্দ্যোপাধ্যায় কেউই ভোটে দাঁড়াচ্ছেন না। হেরে যাওয়ার

বীরভূমে এবার কেউই ভোটে দাঁড়াবে না, জানিয়ে দিলেন অনুব্রত

কলকাতা: বীরভূমে তৃণমূলের প্রতিপক্ষ এবার কেউ নেই, তাই নকুল দানা খাওয়াবো। দলনেত্রীর প্রার্থী ঘোষণার পরে পরেই সাংবাদিকদের একথাই বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি এদিন বলেন, বীরভূমে একটা চারলাখ আর একটা তিন লাখ। যতই লোকে বলুক বীরভূমে তৃণূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি তা কিন্তু নয়। লকেট, জয় বন্দ্যোপাধ্যায় কেউই ভোটে দাঁড়াচ্ছেন না। হেরে যাওয়ার ভয়ে বিজেপির হেভিওয়েট নেতারা প্রার্থী হতে ভয় পাচ্ছেন। বীরভূমে তৃণমূলের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য য়োগ্য প্রার্থীই পাচ্ছে না কংগ্রেস। সিপিএমের অবস্থাও কতকটা তাই, কেননা রামচন্দ্র ডোম এবার প্রার্থী হতে রাজি হননি। তাহলে ফলাফল কী দাঁড়াল, ফের তৃণমূলে বীরভূমে জিততে চলেছে। বিরোধীরা যাই ভাবুক না কেন তেমনটা এখানে ঘটছে না।

এবং এতসব কারণের জন্যই পাচন, গুড় বাতাসার বদলে এবার নকুলদানা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেষ্টবাবু। এমনিতেই রাঢ়বাংলায় গ্রীষ্মের আধিক্য বেশি, তায় ভরা গরমে লোকসভা নির্বাচন। যেখানে দলনেত্রী বিয়াল্লিশে বিয়াল্লিশ চেয়ে রেখেছেন সেখানে তাঁর বিশ্বস্ত সৈনিককে তো তৈরি থাকতেই হবে। তৈরিই আছেন অনুব্রতবাবু, ভোটের গরমের আঁচ অনুভূত হতে শুরু করেছে, দোলটা শুধু যাওয়ার অপেক্ষা তারপরেই জোরকদমে কাজ শুরু হয়ে যাবে। এখনি ভোটচিত্রে ফুটতে শুরু করেছে বীরভূম, আর ফুটবেই না কেন কেষ্টদা তো অভয় দিয়ে রাখলেন, তৃণমূলের প্রতিপক্ষ কেউ নেই। নকুলদানা প্রাপ্তি তো বোনাস পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 6 =