ভোটের কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের, জানিয়ে দিল কমিশন

কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে যুক্ত করা যাবে না বলে নির্বাচন কমিশন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল। শুধু ভোটের কাজ নয়, কেন্দ্রীয় বাহিনীর টহলদারির প্রশ্নেও সিভিক ভলান্টিয়ারদের দূরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় তাদের টহলদারির সময় যেন না থাকেন সিভিক ভলান্টিয়াররা। নির্বাচন কমিশন থেকে জেলা পুলিস সুপারদের কাছে সেই নির্দেশ পাঠানো হচ্ছে। উল্লেখ্য, গত বছর

ভোটের কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের, জানিয়ে দিল কমিশন

কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে যুক্ত করা যাবে না বলে নির্বাচন কমিশন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল। শুধু ভোটের কাজ নয়, কেন্দ্রীয় বাহিনীর টহলদারির প্রশ্নেও সিভিক ভলান্টিয়ারদের দূরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকায় তাদের টহলদারির সময় যেন না থাকেন সিভিক ভলান্টিয়াররা। নির্বাচন কমিশন থেকে জেলা পুলিস সুপারদের কাছে সেই নির্দেশ পাঠানো হচ্ছে। উল্লেখ্য, গত বছর সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগানোয় হাওড়ার একটি থানার পুলিস ইন্সস্পেক্টরকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। সেই উদাহরণ মনে করিয়ে দিয়ে কমিশনের এক কর্তা জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ারদের ভোটের কোনও কাজে রাখা যাবে না। থানার কাজে তারা থাকতে পারেন, ভোট বা টহলদারির কাজে নয়।

রাজ্যে প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ার আছে। তাদের পুলিসের অনেক কাজেই দেখা যায়। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি ভিডিওগ্রাফি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুক্রবার রাজ্যে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রত্যেকেই বিএসএফ। কোন কোন জেলায় তারা টহলদারিতে থাকবে, তার তালিকাও তৈরি হয়ে গিয়েছে। সেই সব জেলাকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =