বিয়ে ভাঙতে যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

দক্ষিণ ২৪ পরগনা: মেয়ের বিয়ে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা হয়ে গিয়েছে। বাড়িতে সকলেই সেই আনন্দে মশগুল। তার মধ্যেই ঘটে গেল অঘটন। বিবাহযোগ্যা সেই মেয়েকে রাস্তা থেকে জোর করে মুখ চাপা দিয়ে অন্ধকারে টেনে নিয়ে তাঁর উপর শারীরিক অত্যাচার চালাল দু’জন যুবক। সোমবার রাতে বজবজ থানার চিত্রিগঞ্জ ওয়াটার ট্যাঙ্কের কাছে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা ও তাঁর

বিয়ে ভাঙতে যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

দক্ষিণ ২৪ পরগনা: মেয়ের বিয়ে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা হয়ে গিয়েছে। বাড়িতে সকলেই সেই আনন্দে মশগুল। তার মধ্যেই ঘটে গেল অঘটন। বিবাহযোগ্যা সেই মেয়েকে রাস্তা থেকে জোর করে মুখ চাপা দিয়ে অন্ধকারে টেনে নিয়ে তাঁর উপর শারীরিক অত্যাচার চালাল দু’জন যুবক।

সোমবার রাতে বজবজ থানার চিত্রিগঞ্জ ওয়াটার ট্যাঙ্কের কাছে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা ও তাঁর বাড়ির সদস্যরা এ নিয়ে পুলিসের কাছে অভিযোগ করেছেন। পুলিসের কাছে অভিযোগে বলা হয়েছে, ফুচকা খেয়ে মেয়েটি যখন পরিচিত একজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন, সেই সময় দু’জন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে টেনে নিয়ে যায়। সঙ্গী ছেলেটিকে গুলি করে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে সেও পালায়। বিষয়টি জানার পরই পুলিস বিভিন্ন জায়গাতে হানা দিয়ে গভীর রাতে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণসহ দু’টি জামিন অযোগ্য ধরায় কেস রুজু করা হয়েছে। এদিকে, মঙ্গলবার অভিযুক্ত রোহিত সাউ ও শেখ আমিরকে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতে হাজির করা হয়। বিচারক পুরো বিষয়টি শোনার পর তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =