নয়াদিল্লি: গেরুয়া শিবিরে যোগ দিয়েই বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সংসদ সদস্য অনুপম হাজরা। সোমবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মোদির দলে যোগ দেওয়ার পর অনুপম হাজরা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছেন। তাই তাঁর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
দলবদল করলেও তিনি বুঝিয়ে দেন, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আক্রমণ করতে দ্বিধায়। তিনি বলেন, ‘তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে মতান্তরের কারণেই আমার এই সিদ্ধান্ত।’ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপমবাবুর তিক্ততাই তাঁকে বিদ্রোহের পথে যেতে বাধ্য করেছে। তিনি জানিয়েও দেন, ‘দল বহিষ্কার করার পরেও আমি সব কথা জানিয়ে দিদিকে চিঠি লিখেছিলাম। কিন্তু যখন বুঝলাম বীরভূম জেলা নেতৃত্ব আমাকে রাজনৈতিকভাবে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেবে না, তারপরেই এই সিদ্ধান্ত।’ স্বাভাবিকভাবেই বিজেপি আশা করেছিল, অনুপমবাবু দলে যোগ দিয়েই তোপ দাগবেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। সেটি হল না। বরং তিনি বিজেপি সদর দপ্তরে দাঁড়িয়ে মমতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বেশ কিছুটা অস্বস্তিতেই ফেললেন গেরুয়া শিবিরকে।