ব্রেকিং: গ্রাফ পেপার পৌঁছলই না স্কুলে! মাধ্যমিকে বড় বিভ্রাট

ব্রেকিং: গ্রাফ পেপার পৌঁছলই না স্কুলে! মাধ্যমিকে বড় বিভ্রাট

কলকাতা: এবার মাধ্যমিক পরীক্ষায় গ্রাফ পেপার বিভ্রাট। অঙ্ক পরীক্ষায় সময় মতো এসে পৌঁছলই না গ্রাফ পেপার! কোনও পরীক্ষাকেন্দ্রেই এসে পৌঁছয়নি এই পেপার বলে জানা গিয়েছে। প্রশ্নপত্রে লেখা ছিল যে দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। কিন্তু কোনও পরীক্ষাকেন্দ্রেই তা এসে পৌঁছয়নি। এদিকে গোটা বিষয় নিয়ে পর্ষদ নিজেই অবাক। কেন এমন হল তা বুঝে উঠতে পারছে না তারা। তবে নম্বর নিয়ে যে কোনও সমস্যা হবে না তা স্পষ্ট করা হয়েছে। ‘কেন হয়েছে বুঝতে পারছি না, তবে গ্রাফ না আঁকলেও নম্বর দেওয়া হবে।’ এই মন্তব্য করে আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি।

আরও পড়ুন- ত্রিপুরায় NOTA-র চেয়েও নীচে তৃণমূল! ‘তোলামুল পার্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদিন অঙ্ক পরীক্ষার মতো বড় বিষয়। তাতেই এত বড় বিভ্রাট হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে পর্ষদ। ঠিক কী কারণে এত বড় ঘটনা ঘটে গেল তা আন্দাজ করা যাচ্ছে না। বিগত দু’বছর গ্রাফ পেপার দেওয়া হয়নি। কিন্তু এই বছর প্রশ্নপত্রে উল্লেখ করা থাকলেও কেন তা দেওয়া হল না সেটাই কেউ বুঝতে পারছে না। অন্যদিকে এও প্রশ্ন, গ্রাফ পেপারের ব্যবস্থা যদি না থাকে তাহলে প্রশ্নপত্রেই বা উল্লেখ করা হল কেন। এই বিষয় নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে পর্ষদ। তবে নম্বর নিয়ে যে সমস্যা হবে না তা স্পষ্টত বলা হয়েছে।