কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই খাতা দেখার পারিশ্রমিক বাড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এ বার সেই একই পথে হাঁটল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারাও ঘোষণা করেছে যে পরীক্ষা খাতা দেখার পারিশ্রমিক বাড়বে। একই সঙ্গে পরিবহন ভাতা বা টিএ বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংসদের সচিব তাপস কুমার মুখোপাধ্যায়।
আরও পড়ুন- এক চোখে বাঁধা ব্যান্ডেজ! ‘বাঘা যতীন’-এর শুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেলেন দেব
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষক, প্রধান পরীক্ষক, স্ক্রুটিনিয়ার বা নম্বর পরীক্ষক এবং কোঅর্ডিনেটরদের বাড়তি পারিশ্রমিক ও পরিবহণ ভাতা দেওয়া হবে। আগে প্রতিটি খাতা দেখার জন্য পরীক্ষকদের এক টাকা করে দেওয়া হত। এখন পরীক্ষকরা পাবেন দেড় টাকা করে। ওদিকে, স্ক্রুটিনির জন্য খাতা পিছু ৫ টাকার পরিবর্তে এখন ৬ টাকা করে দেওয়া হবে এবং রিভিউ বা স্ক্রুটিনির ক্ষেত্রেও পরীক্ষকরা একই পরিমাণ টাকা পাবেন বলে জানান হয়েছে। এতো গেল খাতা দেখা, টিএ নিয়েও বিস্তারিত জানান হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দাঁতালের আক্রমণে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর! Madhyamik candidate dies in elephant attack” width=”835″>
টিএ হিসেবে প্রধান পরীক্ষকরা ২০০ টাকার জায়গায় ২৫০ টাকা করে পাবেন এবং পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ারদের দূরত্ব অনুযায়ী ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টিএ দেওয়া হবে। অন্যদিকে, শিবির কো-অর্ডিনেটরদেরও বরাদ্দ দেড় হাজার থেকে বাড়িয়ে দু’হাজার টাকা করা হয়েছে। শিবির কো-অর্ডিনেটররা টিএ বিল হিসেবে এখন ৫০ টাকার জায়গায় ১০০ টাকা করে পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটেও এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংসদ।