কলকাতা: ছোটবেলায় অনেকেরই স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হওয়ার৷ কিন্তু, স্বপ্ন থাকলেও সকলের মেধা থাকে না৷ ডাক্তারি পড়ার সুযোগ পাওয়াটাও বেশ কঠিন। এক্ষেত্রে মাঝারি মেধার পড়ুয়ারা প্যারামেডিক্যাল কোর্স করতেই পারেন৷ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য বিভিন্ন টেকনিশিয়ান লাগে৷ সেই সকল পদের যোগ্যতা অর্জনের জন্যেই প্যারামেডিক্যাল কোর্স করানো হয়৷ এর মধ্যে রয়েছে মেডিক্যাল ল্যাবরেটরি, টেকনোলজি, ডেন্টাল টেকনিক ও ওরাল হাইজিন, অপটোমেট্রি, ডায়ালেসিস টেকনিশিয়ান প্রভৃতি কোর্স৷
আরও পড়ুন- তীব্র গরম, এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?
কারা এই কোর্স করতে পারবেন?
পড়াশোনায় ভালো পড়ুয়ারা এই কোর্স নিয়ে পড়াশোনা করতে পারেন৷ দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বা বায়োসায়েন্স থাকলে প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে অনেকটাই সুবিধা হয়৷ তবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যে কোনও শাখার ছাত্রছাত্রীরাই এই কোর্স করার সুযোগ পান৷
কোথায় কোথায় পড়ানো হয়?
প্যারামেডিক্যাল কোর্স করানো হয়- ম্যাকাউট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, জর্জ টেলিগ্রাফ, ডা. কে আর অধিকারী, কলেজ অফ অপটোমেট্রিক অ্যান্ড প্যারামেডিক্যল টেকনোলজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে৷ ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটি অফ হেলথ সায়েন্সের অধীনেও বিভিন্ন কলেজেও প্যারামেডিক্যাল কোর্স করানো হয়৷
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর ম্যাকাউটের কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে এই কোর্সে ভর্তি হতে হয়৷ এছাড়া JENPAS-UG পরীক্ষায় মেধাতালিকার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অন্তর্গত কলেজগুলিতে ভর্তি হওয়া যায়৷
বিএসসি ছাড়াও ডিপ্লোমা
বারাসতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভর্সিটির অধীনস্থ কলেজে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (বিএমএলটি) কোর্সে বিএসসি করা যায়৷ অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, প্যাথোলজি নিয়ে পড়ানো হয়৷ এখানে বিএমএলটি পড়ার খরচ আনুমানিক আড়াই লক্ষ টাকা৷
এছাড়া ডিপ্লোমা কোর্সও করা যায়৷ সেখানে জেরোনটোলজি, পোস্ট অপারেটিভ কেয়ার, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, মেডিক্যাল ল্যাব টেকনোলজি, অপটোমেট্রি, ফিজিওথেরাপি, ডায়ালিসিস টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেন্টালটেকনিক অ্যান্ড ওরাল হাইজিন, ফিজিশিয়ান অ্যাসিস্টেন্ট সংক্রান্ত বিষয়ে পড়ানো হয়৷ খরচ প্রায় দেড় লক্ষ টাকা৷
প্যারামেডিকস্ পড়ে যে যে পদে চাকরি পাওয়া যায়—
হাসপাতাল, নার্সিংহোম, প্যাথলজি সেন্টারগুলিতে প্রশিক্ষিত প্যারামেডিক্যাল কর্মীর প্রচুর চাহিদা রয়েছে৷ এর পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন সেন্টারেরও টেকনিশিয়ানের চাহিদা রয়েছে৷ এই কোর্স করার পর চাকরি করা যেতে পারে-
১. মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান
২. অপারেশন থিয়েটার টেকনিশিয়ান
৩. হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথকেয়ার প্রফেশনাল
৪. ডায়ালিসিস টেকনিশিয়ান
৫.এক্সরে টেকনিশিয়ান
৬.এমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান
এছাড়াও বেশ কিছু চাকরি রয়েছে। তবে সে ক্ষেত্রে প্রযুক্তিগত এবং কথোপকথনের জন্য যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। সে ক্ষেত্রে যে কাজগুলি পাওয়া যেতে পারে—
১. মেডিক্যাল প্রশিক্ষক
২. মেডিক্যাল কনটেন্ট রাইটার
৩. বিক্রয় প্রতিনিধি
৪. সহকারী গবেষক