ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনীর ভিডিও কমিশনকে পাঠানোর নির্দেশ

কলকাতা: লোকসভা নির্বাচনের অনেক আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী৷ শুরক্রবারের মধ্যে রাজ্যে অন্তত দশ কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছবে বলে খবর। ভোটারদের মধ্যে ভয় মুক্ত ও অবাধ নির্বাচনের ব্যাপারে বিশ্বাস তৈরি করতে রাজ্যের বিভিন্ন জেলায় বিএসএফ জওয়ানদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একই সঙ্গে বাহিনী মোতায়েন করার পর ভিডিও ও ছবি কমিশনকে পাঠাতে হবে৷

ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনীর ভিডিও কমিশনকে পাঠানোর নির্দেশ

কলকাতা: লোকসভা নির্বাচনের অনেক আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী৷ শুরক্রবারের মধ্যে রাজ্যে অন্তত দশ কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছবে বলে খবর। ভোটারদের মধ্যে ভয় মুক্ত ও অবাধ নির্বাচনের ব্যাপারে বিশ্বাস তৈরি করতে রাজ্যের বিভিন্ন জেলায় বিএসএফ জওয়ানদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একই সঙ্গে বাহিনী মোতায়েন করার পর ভিডিও ও ছবি কমিশনকে পাঠাতে হবে৷ কোথায় কত বাহিনী মোতায়েন করা হল, কী কাজ দেওয়া হয়েছে তাঁদের, তা ভিডিও তুলে কমিশনে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে৷

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানালেন, বিএসএফ জওয়ানরা এলাকায় রুট মার্চ করার কাজ করবেন। অতীতে গোলমাল হয়েছে এমন জায়গাতেই বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। জানা গিয়েছে সি ভিজিল মোবাইল অ্যাপস চালু হয়ে গিয়েছে। অভিযোগও জমা পড়তে শুরু করেছে। সেগুলি সমাধান করার কাজও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =