কলকাতা: সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা। পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখা যাবে ডিজিলকারের মাধ্যমেও (results.digilocker.gov.in)।
তবে ২০২৩-এ কমেছে পাশের হার৷ একধাক্কায় প্রায় ৪.৫ শতাংশ কমে গিয়েছে৷ দ্বাদশের বোর্ড পরীক্ষায় কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্বস্তিকর প্রতিযোগিতা এড়াতেই মেধা তালিকা প্রকাশ করা হয়নি৷ যে ০.১ শতাংশ পড়ুয়া সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁদের বোর্ডের তরফে বিশেষ শংসাপত্র দেওয়া হবে৷
সিবিএসসি দ্বাদশে পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যা গত বছরের তুলনায় অনেকটা কম। গতবার পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৬,৬০,৫১১ জন৷ পাশ করেছেন ১৪,৫০,১৭৪।
সিবিএসই দ্বাদশে পাশের হার সবচেয়ে বেশি দক্ষিণের তিরুঅনন্তপুরমে। সেখান থেকে এ বছর পাশ করেছেন ৯৯.৯১ শতাংশ৷ পাশের হারে সবচেয়ে পিছিয়ে উত্তর প্রদেশের প্রয়াগরাজ (৭৮.০৫ শতাংশ)।
কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দেখবেন?
১) প্রথমে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ ক্লিক করুন।
২) তার পর ‘RESULTS’-এ ক্লিক করলেই খুলে যাবে একটি নয়া পেজ৷
৩) সেখানে ‘CBSE Class 12th Result 2023’ লিঙ্ক পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে।
৪) একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজে ‘Senior School Certificate Examination (Class XII) Results 2023’-র নীচে রোল নম্বর, স্কুলের নাম এবং অ্যাডমিট
কার্ডের আইডি দিয়ে ‘Submit’ করুন।
৫) এর পরেই স্ক্রিনে বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। এখন থেকে রেজাল্ট ডাউনলোডও করা যাবে।
ডিজিলকারের মাধ্যমে কীভাবে সিবিএসই দ্বাদশের ফল দেখা যাবে?
১) এর জন্য results.digilocker.gov.in-এ ক্লিক করতে হবে। এর পর একটি নতুন পেজ খুলে যাবে।
২) ‘CENTRAL BOARD OF SECONDARY EDUCATION Examination 2023- Result’-র নীচে রোল নম্বর, ক্লাস এবং স্কুলের নাম দিতে হবে। এর পর ‘I have read and agree to terms of use’-এ ক্লিক করে ‘Submit’ করতে হবে।
৩) সাবমিট করলেই স্ক্রিনে সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>