কলকাতা: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও হাসপাতাল চত্বর জুড়ে লাগানো রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যানার, ফ্লেক্স ও হোর্ডিং।
নির্বাচন ঘোষণার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও, কেন এখনও সরকারি বিজ্ঞাপন খোলা হল না? তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, এই সমস্ত সরকারি প্রকল্পের প্রচার মূলক বিজ্ঞাপন নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ছে। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে ব্যানার, ফ্লেক্স খুলে নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি।