সিলেবাস পরিবর্তনের নামে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে! সংগঠনের নিশানার জাতীয় শিক্ষানীতি

সিলেবাস পরিবর্তনের নামে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে! সংগঠনের নিশানার জাতীয় শিক্ষানীতি

কলকাতা: নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে সারা বাংলা সেভ এডুকেশন কমিটি। প্রতিবাদ সভার আয়োজন থেকে শুরু করে একাধিক কর্মসূচি পালন করেছে তারা। এবার আরও একবার বড় অভিযোগ তোলা হল তাদের তরফ থেকে। সংগঠনের দাবি, সিলেবাস পরিবর্তনের নামে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে।

সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বিবৃতিতে বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০-তে সিলেবাসের বোঝা কমানোর নামে বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রাসঙ্গিক ভাবনাগুলি বাদ দেওয়া হচ্ছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নামে এই সিলেবাস পরিবর্তন শিক্ষার মূল সত্তা ও মর্মবস্তু ধ্বংস করবে বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও বক্তব্য, এই পরিবর্তন সামগ্রিক ভাবে দেশের ধর্মনিরপেক্ষ, যুক্তিবাদী চিন্তা জগতে এক আঘাত স্বরূপ। সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে আগ্রাসী বেসরকারিকরণের পরিকল্পনা।