আর ক’দিন গরমের ছুটি? কবে খুববে স্কুল? তারিখ জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি পর্ষদের

আর ক’দিন গরমের ছুটি? কবে খুববে স্কুল? তারিখ জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি পর্ষদের

750a042ab4b9ba02922b73d7994b19ef

কলকাতা: তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে এগিয়ে আনা হয়েছিল স্কুলের ছুটি৷   প্রায় এক মাস হতে চলল, রাজ্যে সরকারি স্কুলগুলিতে চলছে গ্রীষ্মের ছুটি। স্কুল খুলবে কবে? দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। আর কত দিন স্কুলে গ্রীষ্মাবকাশ থাকবে জানতে চাওয়া হয়েছে সরকারের কাছে।

গত ২ মে থেকে সরকারি স্কুলে শুরু হয়েছিল গরমের ছুটি৷ পর্ষদের বার্ষিক ছুটির যে তালিকা রয়েছে তাতে, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তাহলে কি ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে? সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছে। এই মর্মে পর্ষদের থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে৷ 

ছুটির তালিকা অনুযায়ী ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমের জেরে ছুটির দিন এগিয়ে আনা হয়৷ গত ২ মে থেকেই ছুটি ঘোষণা করা হয় স্কুলে। স্বয়ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের কথা ভেবে ছুটির কথা ঘোষণা করেন। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তার পর থেকে স্কুল খোলা নিয়ে সরকারের তরফে নতুন করে আর কোনও নির্দেশিকা আসেনি। তাই স্কুল কবে খুলবে, সে বিষয়ে নিশ্চিত নয় পর্ষদও। নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি পড়েছিল৷ তাই স্কুল খোলার দিনও এগিয়ে আসবে কি না, তাও জানতে চাওয়া হয়েছে পর্ষদের তরফে৷