কলকাতা: ধেয়ে আসছে দুর্যোগ৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। পড়তে পারে বাজও৷ হাওয়া অফিস জানিয়েছেন, পর পর দু’টি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে৷ তাই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷
এই সময়টা মূলত কালবৈশাখীর। ফেব্রুয়ারির শেষাশেষি সময় থেকে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। বর্ষা আসার আগে মে মাস পর্যন্ত কালবৈশাখীর সময় থাকে। ইতিমধ্যে ফেব্রুয়ারির শেষ লগ্নে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোরালো কালবৈশাখীর হানা হয়ে গিয়েছে। ওই দফায় প্রায় চারদিন ধরে দফায় দফায় ভালো পরিমাণ বৃষ্টি হয়। তারপর আর এক দফা বৃষ্টি হলেও তা খুব একটা জোরালো ছিল না। ফেব্রুয়ারির শেষ লগ্নে যে পরিস্থিতি আবহাওয়ামণ্ডলে সৃষ্টি হয়েছিল, তা আবার তৈরি হচ্ছে।