কলকাতা: মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল যে ৫ জুন থেকে খুলছে স্কুল। অর্থাৎ ৪ জুন শেষ হচ্ছে গরমের ছুটি। কিন্তু একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, গরমের ছুটি আরও বাড়ছে। ৫ জুন নয়, ১৫ জুন থেকে খুলবে সব স্কুল।
গত ২ মে থেকে স্কুলে ছুটি শুরু হয়েছিল। প্রায় এক মাস হলেও স্কুল খুলবে কবে, তা জানা যাচ্ছিল না। স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই চিঠির কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার স্কুল খোলার দিনক্ষণ ঘোষণা করে নবান্ন। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গরমের ছুটি ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পার্থ চট্টোপাধ্যায়ের বই পড়ে ছুটি কাটাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!” width=”853″>
তীব্র গরমের কারণে ২ মে গরমের ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। মার্চ মাসের পর থেকে গোটা এপ্রিল মাস কেমন গরম ছিল তা সকলেই জানেন, তাতে প্রত্যেকেই ভুগেছেন। ওই সময় স্কুল খুলে রাখার মতো অনুকূল পরিস্থিতি ছিল না বলাই যায়। এখন আবার স্কুল খোলার মুহূর্তে নতুন করে তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া দফতর। জুন মাসের শুরুতেই তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত। সেই কারণেই স্কুলের গরমের ছুটি বাড়ানো হল বলেই জানা গিয়েছে।