আরও ১০ দিন বাড়ল গরমের ছুটি! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আরও ১০ দিন বাড়ল গরমের ছুটি! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল যে ৫ জুন থেকে খুলছে স্কুল। অর্থাৎ ৪ জুন শেষ হচ্ছে গরমের ছুটি। কিন্তু একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, গরমের ছুটি আরও বাড়ছে। ৫ জুন নয়, ১৫ জুন থেকে খুলবে সব স্কুল। 

গত ২ মে থেকে স্কুলে ছুটি শুরু হয়েছিল। প্রায় এক মাস হলেও স্কুল খুলবে কবে, তা জানা যাচ্ছিল না। স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই চিঠির কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার স্কুল খোলার দিনক্ষণ ঘোষণা করে নবান্ন। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গরমের ছুটি ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে।