সত্যের অপলাপ! জাতীয় শিক্ষা নীতি মেনে নেয়নি রাজ্য, দাবি ব্রাত্যের

সত্যের অপলাপ! জাতীয় শিক্ষা নীতি মেনে নেয়নি রাজ্য, দাবি ব্রাত্যের

কলকাতা: ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষ থেকে ৪ বছরে ডিগ্রি কোর্স পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে দাবি করছে সব মহল। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়টি মানতে রাজি নন। তাঁর কথায়, রাজ্য সরকারের সিদ্ধান্তের ভুল ব্যাখ্যা করা হয়েছে সংবাদমাধ্যমে। ব্রাত্য বলছেন, সত্যের অপলাপ। 

এই ইস্যুতে আজই একটি টুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, ”রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে, এটিকে সত্যের অপলাপ বললে কম বলা হবে। রাজ্য সরকার একটি সম্পূর্ণ পৃথক স্টেট এডুকেশন পলিসি তৈরি করেছে, যেখানে সমস্ত ‘বেস্ট প্র্যাকটিসেস’ বা ভাল ব্যবস্থাগুলিকে নেওয়া হয়েছে। এই রাজ্য শিক্ষানীতি দ্রুত আপলোড হবে।” তিনি এও জানান, এই নিয়ে একটি বিভ্রান্তিকর খবর প্রচারিত হচ্ছে। তবে কেন হঠাৎ ৪ বছরের ডিগ্রি কোর্স চালু করা হবে? এই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ”৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করা হলে এ রাজ্যের প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারতেন না। এ ক্ষেত্রে তাদের বাইরের রাজ্যে গিয়ে পড়ার প্রবণতা বেড়ে যেত। যারা আর্থিক ভাবে অস্বচ্ছল, তারা বিপদে পড়ত। এই সমস্ত কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, নয়া জাতীয় শিক্ষানীতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল। সেই মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি নির্দেশিকা জারি করে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসি-র এই নির্দেশিকা বলবৎ করলেও পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর এতদিন এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে বুধবার শিক্ষা দফতরের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তিন বছরের বদলে চার বছরের স্নাতক পাঠক্রম চালু করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *