NIRF র‍্যাঙ্কিং: সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উজ্জ্বল যাদবপুর, গর্ব কলকাতার ২ কলেজ

NIRF র‍্যাঙ্কিং: সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উজ্জ্বল যাদবপুর, গর্ব কলকাতার ২ কলেজ

কলকাতা: দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের তালিকায় নাম উজ্জ্বল করেছে কলকাতার একটি বিশ্ববিদ্যালয় এবং ২টি কলেজ। অন্যদিকে, তালিকায় অধঃপতন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। চার বছর পর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের বাইরে চলে গিয়েছে সিইউ। আর রেকর্ড গড়ে টানা ৫ বার দেশের সেরার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তকমা দখলে রেখেছে আইআইটি মাদ্রাজ।   

সোমবার এই তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মাদ্রাজের পরেই আছে আইআইএসসি (বেঙ্গালুরু) এবং আইআইটি (দিল্লি)। প্রথম দশের তালিকায় রয়েছে আইআইটি খড়গপুর, আইআইটি (রুরকি), আইআইটি (গুয়াহাটি)। এদিকে বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে বাংলা থেকে একমাত্র স্থান করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (চতুর্থ)। এবার ১২ নম্বরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, গত র‍্যাঙ্কিংয়ে ছিল ৮। তবে কলকাতার অবনতি হলেও একধাপ করে উত্থান হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের।