কলকাতা: দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের তালিকায় নাম উজ্জ্বল করেছে কলকাতার একটি বিশ্ববিদ্যালয় এবং ২টি কলেজ। অন্যদিকে, তালিকায় অধঃপতন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। চার বছর পর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের বাইরে চলে গিয়েছে সিইউ। আর রেকর্ড গড়ে টানা ৫ বার দেশের সেরার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তকমা দখলে রেখেছে আইআইটি মাদ্রাজ।
সোমবার এই তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মাদ্রাজের পরেই আছে আইআইএসসি (বেঙ্গালুরু) এবং আইআইটি (দিল্লি)। প্রথম দশের তালিকায় রয়েছে আইআইটি খড়গপুর, আইআইটি (রুরকি), আইআইটি (গুয়াহাটি)। এদিকে বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে বাংলা থেকে একমাত্র স্থান করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (চতুর্থ)। এবার ১২ নম্বরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, গত র্যাঙ্কিংয়ে ছিল ৮। তবে কলকাতার অবনতি হলেও একধাপ করে উত্থান হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পার্থ চট্টোপাধ্যায়ের বই পড়ে ছুটি কাটাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!” width=”853″>
সেরা কলেজের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে প্রথম দশে আছে কলকাতার দুই কলেজ। পঞ্চম স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, অষ্টমে রয়েছে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। এই তালিকায় শীর্ষ আছে দিল্লির মিরান্ডা হাউজ কলেজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে হিন্দু কলেজ দিল্লি, প্রেসিডেন্সি কলেজ চেন্নাই। প্রসঙ্গত, প্রতি বছর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। পড়াশোনার মান, পরিকাঠামো, শিক্ষণ পদ্ধতি, ফলাফল সব কিছুর নিরিখে এই র্যাঙ্কিং হয়।