বড়মার শ্রাদ্ধেও বিভাজন ঠাকুরবাড়ি

বারাসত: পুরনো বিরোধ ছিলই। তারই জেরে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণিদেবীর মৃত্যুর পরে তাঁর শেষকৃত্য নিয়ে চলেছিল চরম রাজনৈতিক টানাপোড়েন। দেহর ‘দখল’ নিয়ে রীতিমতো দুই শিবিরের মধ্যে চলেছিল ‘দড়ি টানাটানি’। সেই রেশ কাটতে না কাটতেই এবার বড়মার শ্রাদ্ধানুষ্ঠান নিয়েও চলল ‘রাজনীতি’। শুক্রবার বেনজিরভাবে একই ঠাকুরবাড়িতে প্রয়াত বড়মার দু’-দু’টি শ্রাদ্ধানুষ্ঠান হল! একদিকে, বড়মার ছোট ছেলে

14593e299b0b9e41702958dc250e35ac

বড়মার শ্রাদ্ধেও বিভাজন ঠাকুরবাড়ি

বারাসত: পুরনো বিরোধ ছিলই। তারই জেরে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণিদেবীর মৃত্যুর পরে তাঁর শেষকৃত্য নিয়ে চলেছিল চরম রাজনৈতিক টানাপোড়েন। দেহর ‘দখল’ নিয়ে রীতিমতো দুই শিবিরের মধ্যে চলেছিল ‘দড়ি টানাটানি’।

সেই রেশ কাটতে না কাটতেই এবার বড়মার শ্রাদ্ধানুষ্ঠান নিয়েও চলল ‘রাজনীতি’। শুক্রবার বেনজিরভাবে একই ঠাকুরবাড়িতে প্রয়াত বড়মার দু’-দু’টি শ্রাদ্ধানুষ্ঠান হল! একদিকে, বড়মার ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর তাঁর শ্রাদ্ধানুষ্ঠান করলেন। অন্যদিকে, ভক্তদের নিয়ে পৃথক শ্রাদ্ধানুষ্ঠান করলেন পুত্রবধূ তথা তৃণমূল সংসদ সদস্য মমতাবালা ঠাকুর। এহেন দৃশ্য দেখে অনেকেই হতবাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *