ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, সতর্কতা হাওয়া অফিসের

কলকাতা: আজ, শনিবার সম্ভাবনা কম। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি অনুকূল থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে যে ঝড়-বৃষ্টি শুরু হয়। তা শুক্রবারও অব্যাহত ছিল। আজ, শনিবার অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি না হলেও পরবর্তী দুই দিন অর্থাৎ রবি ও সোমবার ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা হওয়ার

ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, সতর্কতা হাওয়া অফিসের

কলকাতা: আজ, শনিবার সম্ভাবনা কম। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি অনুকূল থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে যে ঝড়-বৃষ্টি শুরু হয়। তা শুক্রবারও অব্যাহত ছিল। আজ, শনিবার অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি না হলেও পরবর্তী দুই দিন অর্থাৎ রবি ও সোমবার ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা হওয়ার সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরদিক কিছুটা শীতল ও শুষ্ক বায়ু আসবে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে আসবে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস। বায়ুমণ্ডলের নীচের স্তরে দুই শ্রেণীর বিপরীতধর্মী বায়ুর মিলনে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে।

ফলে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ফের বজ্রমেঘ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 5 =