কলকাতা: দলছুট বিধায়ক অর্জুন সিংকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে তৃণমূল। এবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকেও তাঁকে সরাতে পদক্ষেপ করল দলীয় নেতৃত্ব। মোট ৩৫ সদস্যের পুরবোর্ডের (একজন প্রয়াত) ২১ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দিলেন।
সোমবার বিধানসভায় জেলা সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে ওই কাউন্সিলাররা দল ও নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। একইসঙ্গে বহিষ্কৃত অর্জুনকে অপসারণের দাবি তুলেছেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুনের অবশ্য দাবি, কাউন্সিলারদের সিংহভাগই তাঁর অনুগামী। তাই অনাস্থার চ্যালেঞ্জ গ্রহণেও তিনি প্রস্তুত। সম্প্রতি বিজেপিতে যোগ দেন তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক অর্জুন। দল ছাড়লেও এদিন পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি তিনি।
এমনকী তৃণমূলের প্রতিনিধি হিসেবে ভাটপাড়া পুরসভার নির্বাচিত চেয়ারম্যান পদেও বহাল তবিয়েতে রয়ে গিয়েছেন অর্জুন। তাঁর দাবি, পুরসভার সিংহভাগ কাউন্সিলার তাঁর পাশে রয়েছেন। অর্থাৎ তাঁরাও বিজেপির দিকে পা বাড়িয়েছেন, এমনই দাবি অর্জুনের। কিন্তু এদিন দুপুরে বিধানসভায় দেখা গেল ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার সহ ২১ জন কাউন্সিলারকে।
তাঁরা এসেছিলেন জেলা সভাপতি জ্যেতিপ্রিয় মল্লিকের কাছে। সেখানে হাজির ছিলেন মন্ত্রী তথা রাজ্য তৃণমূলের পুর দলের নেতা ফিরহাদ হাকিম, মন্ত্রী তাপস রায়, দলের জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ এবং বিধায়ক পার্থ ভৌমিক। নৌসর আলি কক্ষে কাউন্সিলারদের সঙ্গে দলীয় নেতৃত্বের আলোচনা হয়। সেখানেই ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারের নেতৃত্বে বাকি পুরপ্রতিনিধিরা সর্বসম্মতভাবে অর্জুনের অপসারণের দাবি তোলেন।