অবাঙালি ভোটারদের মন বুঝতে হোলি উৎসবে মমতা

কলকাতা: আজ, মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আন্তর্জাতিক মাড়োয়ারি ফেডারেশনের আমন্ত্রণে হোলি উৎসব তথা কবি সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে কলকাতার মাড়োয়ারি সম্প্রদায় সহ হিন্দিভাষী মানুষদের বড়সড় অংশগ্রহণ থাকছে বলে জানা গিয়েছে। মাড়োয়ারি ফেডারেশনের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দীনেশ বাজাজ জানিয়েছেন, অনুষ্ঠানে জয়পুরের বিখ্যাত কবি সম্পদ সরল উপস্থিত থাকবেন। সূত্রের খবর, নজরুল

d8237e9f21ca6ba0a0ef8428c61524b8

অবাঙালি ভোটারদের মন বুঝতে হোলি উৎসবে মমতা

কলকাতা: আজ, মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আন্তর্জাতিক মাড়োয়ারি ফেডারেশনের আমন্ত্রণে হোলি উৎসব তথা কবি সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে কলকাতার মাড়োয়ারি সম্প্রদায় সহ হিন্দিভাষী মানুষদের বড়সড় অংশগ্রহণ থাকছে বলে জানা গিয়েছে।

মাড়োয়ারি ফেডারেশনের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দীনেশ বাজাজ জানিয়েছেন, অনুষ্ঠানে জয়পুরের বিখ্যাত কবি সম্পদ সরল উপস্থিত থাকবেন। সূত্রের খবর, নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রিত হলেও, কবি মমতাকেও পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শকদের। স্বরচিত কবিতা পাঠ করতে পারেন মমতা। নির্বাচনের মুখে হিন্দিভাষীদের এই অনুষ্ঠানে মমতার অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *