নয়াদিল্লি: বড় সাফল্যের মুখ দেখল ভারতীয় মুদ্রা। সোমবার গত সাত মাসের মধ্যে প্রথমবার ৫৭ পয়সা বেড়ে এক ডলারের নিরিখে তার দাম দাঁড়াল ৬৮.৫৩ টাকায়। গত বছর ১০ আগস্টের পর এই প্রথম ৬৮-র ঘরে গেল টাকার দাম। গত কয়েকদিন ধরেই টাকার দাম বাড়ায় আশাবাদী ভারতীয় বাজার।
অন্যদিকে, ফের ঊর্ধ্বমুখী পেট্রলের দাম৷ কলকাতা ৭৫ টাকার কাছাকাছি পৌঁছল পেট্রলের দাম৷ সোমবারের তুলনায় সাত পয়সা বেড়ে পেট্রলের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৭৪ টাকা ৮৬ পয়সা৷ গত ১০ মার্চ থেকে ন’দিনের মধ্যে ৫৭ পয়সা বেড়ে পেট্রলের দাম৷ পেট্রল বাড়লেও নিম্নমুখী ডিজেলের দর৷ কলকাতায় ডিজেলের দর এখন ৬৮ টাকা ৫৯ পয়সা৷ সোমবারের তুলনায় ডিজেলের দাম কমেছে ২৬ পয়সা৷