ভোটের প্রচারে বিকাশ, শ্যুটিংয়ে ব্যস্ত মিমি

দক্ষিণ ২৪ পরগনা: মাঝে কয়েকটা দিন শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও সোমবার থেকে ফের প্রচারে নামছেন টলিউড অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের ভিআইপি প্রার্থী মিমি চক্রবর্তী। দলের সঙ্গে সমন্বয় রেখে সেইমতো সাতদিন ধরে পর পর টানা কর্মসূচিও সাজানো হয়েছে। যাতে যাদবপুর লোকসভা কেন্দ্রে কর্মী ও সমর্থকদের আরও বেশি চাঙ্গা করে প্রচারে ঝড় তোলা যায়। সোমবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কর্মিসভার

ভোটের প্রচারে বিকাশ, শ্যুটিংয়ে ব্যস্ত মিমি

দক্ষিণ ২৪ পরগনা: মাঝে কয়েকটা দিন শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও সোমবার থেকে ফের প্রচারে নামছেন টলিউড অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের ভিআইপি প্রার্থী মিমি চক্রবর্তী। দলের সঙ্গে সমন্বয় রেখে সেইমতো সাতদিন ধরে পর পর টানা কর্মসূচিও সাজানো হয়েছে। যাতে যাদবপুর লোকসভা কেন্দ্রে কর্মী ও সমর্থকদের আরও বেশি চাঙ্গা করে প্রচারে ঝড় তোলা যায়।

সোমবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কর্মিসভার পর জনসংযোগ যাত্রার মাধ্যমে মিমির প্রচার শুরু হচ্ছে। দলের প্রচার কমিটির এক সদস্য বলেন, তারপর যাদবপুর, সোনারপুর উত্তর, ভাঙড়, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গিয়ে শনিবার সাপ্তাহান্তিক প্রচার শেষ হচ্ছে।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, যাদবপুর লোকসভা কেন্দ্রে সব দলের থেকে অনেক আগেই প্রচারে নেমেছে জোড়া ফুল। ইতিমধ্যে প্রার্থী মিমি চক্রবর্তীকে নিয়ে বারুইপুরসহ কয়েকটি জায়গাতে গিয়ে পরিচয়পর্ব সেরে ফেলেছেন দলের নেতারা। তবে প্রচারে ঝড় তুলতে যা বোঝায় তা এখনও হয়নি। তার একটা বড় কারণ হল, মাঝখানে মিমি চক্রবর্তীর পূর্ব নির্ধারিত শ্যুটিং ছিল। সেই কাজে ব্যস্ত থাকায় প্রার্থীকে নিয়ে টানা প্রচারের সুযোগ পায়নি দল। সেই ফাঁকে ময়দানে নেমে গিয়েছেন বামফ্রন্ট প্রার্থী ও প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =