নবান্নে দুর্ঘটনা, বড়সড় বিপত্তি এড়িয়ে অল্পের জন্য রক্ষা

কলকাতা: সপ্তাহের প্রথমেই দুর্ঘটনা নবান্নে৷ নবান্নের একতলায় সিঁড়ির পাশে ভেঙে পড়ে বিপত্তি৷ হতে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ কিন্তু, নবান্নের মতো গুরুত্ব প্রশাসনিক ভবনে রক্ষণাবেক্ষণ নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে৷ জানা গিয়েছে, এদিন ভিআইপি সিঁড়িতে সোমবার দুপুরে হুরমুড়িয়ে ভেঙে পড়ে একটি চাঙড়৷ দুর্ঘটনায় সময় সিঁড়ি দিয়ে যাতাযাত না হওয়ায় বড়সড় বিপত্তি এড়িয়ে যাওয়া

নবান্নে দুর্ঘটনা, বড়সড় বিপত্তি এড়িয়ে অল্পের জন্য রক্ষা

কলকাতা: সপ্তাহের প্রথমেই দুর্ঘটনা নবান্নে৷ নবান্নের একতলায় সিঁড়ির পাশে ভেঙে পড়ে বিপত্তি৷ হতে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ কিন্তু, নবান্নের মতো গুরুত্ব প্রশাসনিক ভবনে রক্ষণাবেক্ষণ নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে৷

জানা গিয়েছে, এদিন ভিআইপি সিঁড়িতে সোমবার দুপুরে হুরমুড়িয়ে ভেঙে পড়ে একটি চাঙড়৷ দুর্ঘটনায় সময় সিঁড়ি দিয়ে যাতাযাত না হওয়ায় বড়সড় বিপত্তি এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে৷ কী কারণে এই বিপত্তি তা জানার কাজ শুরু হয়েছে৷ কিন্তু, প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসনের আঁতুড় ঘরে এভাবে কেন ভেঙে পড়ল চাঙড়৷ তাও আবার ভিআইপিদের সিঁড়িতে? তা হলে কী রক্ষণাবেক্ষণর কাজে কোথায় গলদ ছিল? চাঙড় খসে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও সিঁড়ির ছাদ দেখভালের কাজে গলদ থেকেই কি এই ঘটনা? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

গত ২০১৩ সালের ৫ অক্টোবর, হাওড়ার এইচআরবিসি বিলল্ডিংকে ঢেলে সাজিয়ে ‘নবান্নে’র পথ চলা শুরু হয়৷ লালবাড়ি থেকে পাকাপাকি ভাবে সচিবালয়ের ঠিকানা বদলে যায় গঙ্গা পেরিয়ে হাওড়ার এইচআরবিসি এই ভবনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =