ভোট নয়, এক বোতল রক্তের জন্য প্রচারে ঝাঁপালেন একদল তরুণ

রায়গঞ্জ: ভোটের জন্য হন্যে হয়ে ঘুরছেন রাজনীতিক দলের প্রার্থীরা৷ ভোটের আগে প্রতিশ্রুতির ঝুল নিয়ে হাজির ভোটপ্রার্থীরা৷ কিন্তু, এহেন সমস্ত প্রচারকে পিছনে ফেলে এক বোতল রক্তের জন্য দোরে দোরে ঘুরছেন একদল যুবক৷ গ্রীষ্মের মুহূর্তে তীব্র রক্ত সংকট দূর করতে নতুন ভোটারদের কাছে রক্ত প্রার্থনা করে প্রচারের ময়দানে নেমে পড়েছেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা।

ভোট নয়, এক বোতল রক্তের জন্য প্রচারে ঝাঁপালেন একদল তরুণ

রায়গঞ্জ: ভোটের জন্য হন্যে হয়ে ঘুরছেন রাজনীতিক দলের প্রার্থীরা৷ ভোটের আগে প্রতিশ্রুতির ঝুল নিয়ে হাজির ভোটপ্রার্থীরা৷ কিন্তু, এহেন সমস্ত প্রচারকে পিছনে ফেলে এক বোতল রক্তের জন্য দোরে দোরে ঘুরছেন একদল যুবক৷

গ্রীষ্মের মুহূর্তে তীব্র রক্ত সংকট দূর করতে নতুন ভোটারদের কাছে রক্ত প্রার্থনা করে প্রচারের ময়দানে নেমে পড়েছেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। প্রচারের মাধ্যমে ভোটারদের কাছে তারা আবেদন জানিয়েছেন যে, “ভোট দানের মতো রক্তদানও হোক ভোটারদের দায়িত্ব ও কর্তব্য”। পাশাপাশি প্রার্থীদের কাছে আবেদন জানিয়েছেন যে, তারা যখন সাধারণ ভোটারদের কাছ থেকে ভোট চাইতে যাবেন কিংবা প্রচারে নামবেন তখন যেন তাদের সেই ভোটের প্রচারেও রক্তদান এর বিষয়টা উল্লেখ থাকে এবং একই সঙ্গে প্রার্থীর জন্য প্রচার করতে গিয়ে যেন রক্তর জন্যও তারা প্রচার করে আসেন।

সংস্থার সম্পাদক সুব্রত সরকার জানান, এমনিতেই রক্ত সংকট। গ্রীষ্মের প্রাকমুহুর্তে এই বসন্ত থেকেই শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট।কারণ একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল সম্প্রতি। এ দুটির পাশাপাশি নির্বাচনের কারণে রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন, ব্যানার লাগিয়ে রক্তদান শিবির আয়োজন করা চলবেনা। আর এসবের জন্য পিছিয়ে পড়েছে উদ্যোক্তারা। ফলে বিভিন্ন রক্তদান শিবির এর জন্য একদিকে যেমন চরম সমস্যায় পড়েছেন মুমূর্ষু রোগীরা তেমনি সমস্যা প্রকট হয়ে উঠেছে থেলাসেমিয়া আক্রান্ত রোগীদের।এ বিষয়টি মাথায় রেখেই প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের মতন ওই সংস্থার সদস্যরা সমগ্র লোকসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন।

এভাবেই প্রচারে নেমেছেন তারাও। তবে এ প্রচার ভোট প্রচার নয়; এ প্রচার রক্তদানের মাধ্যমে মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে তোলার জন্য, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত সংকট দূর করার জন্য চলছে তাদের প্রচার। লোকসভা কেন্দ্রের বিভিন্ন দলেরণ প্রার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকেও তুলে দেওয়া হচ্ছে সেই প্রচার পত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =